Quantcast
Channel: Bangla Song Lyrics বাংলা গানের লিরিক্স
Viewing all articles
Browse latest Browse all 137

Jaroz Naxal Song Lyrics

$
0
0
Bangla Song Lyrics of Bengali Band Song Titled as "Jaroz". Naxal Band First official video song Tomar Misti Pap Ami Bangla Lyrics are written by Naxal. Jaroz song is sung by Taha Tanvir. This song is directed by Shahed Shahin and Neela Nusrat
Song: Jaroz
Band Name: NAXAL
Lyrics: NAXAL
Taha Tanvir - Vocals
Sudipto Debu - Bass
Ashiqul Islam Pavel - Guitars
Dibbo Nasser - Guitars
Cornelius Pronoy Sarker - Drums and Percussions

Jaroz Naxal Song Lyrics

আমি কাঁদছি বাইরে হাসছি,
বোবা এক ভাষায়,আমি শ্বাস কষ্টে ভুগছি,
তোমার দুশ্চিন্তায়!
হাহাকারেও ভাষাহীন কোন চিৎকার যদি বলতে গিয়েও,
আটকে পরে সীমানায়,
শিশিরে লেখা নাম যদি মুছে যায় রোদে পুড়েও
আমার সৃষ্টির শূন্যতায়!
আমি আঁধারে আছি ভালো আছি,
আমি দেখছি আঁকছি সবই শুনছি! ।।
দখল দারিত্বের অভিশাপ মেনে নিয়েও,
বেঁচে আছি,তোমার মিষ্টি পাপ আমি,
তোমার মিষ্টি পাপ আমি,তোমার পাপ আমি,
তোমার পাপ আমি স্বীকৃত প্রেম আমার,
কাঁদছে নিরবে,চাপা নিঃশ্বাসে,
তোমার বিসশাসে,আমার হিংসাতে বিকৃত প্রেম তোমার,
চলছে বেনামে,মিছে সমাজে,নিজ সন্ধানে বিবেকের অবহেলায়!
আমি আঁধারে আছি ভালো আছি,
আমি দেখছি আঁকছি সবই শুনছি! ।।
দখল দারিত্বের অভিশাপ মেনে নিয়েও,
বেঁচে আছি, তোমার মিষ্টি পাপ আমি,
তোমার মিষ্টি পাপ আমি,
তোমার পাপ আমি, তোমার পাপ আমি,
স্বীকৃত প্রেম আমার,
কাঁদছে নিরবে,চাপা নিঃশ্বাসে,
তোমার বিসশাসে,আমার হিংসাতে বিকৃত প্রেম তোমার,
চলছে বেনামে,মিছে সমাজে,নিজ সন্ধানে
বিবেকের অবহেলায়!

Jaroz Naxal Band Song Lyrics

Ami kadchi baire haschi
Boba ek bhasay, Ami shash koste vugchi
Tomar Du:schintay
Hahakareo vasahin kon chitkar jodi bolte giyew
Atke pore shimanay
Shishire lekha nam jodi muche jay rodre pureo
Amar sristir shunnotay
Ami Andhare achi valo achi
Ami dekhci ankchi shoboi shunchi
Dokhol daritter ovishap mene niyeo
Beche achi tomar misti pap ami
Tomar pap ami

Viewing all articles
Browse latest Browse all 137

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>