Quantcast
Channel: Bangla Song Lyrics বাংলা গানের লিরিক্স
Viewing all articles
Browse latest Browse all 137

Hariye Gele Kosto Pabo Lyrics by Tanjib

$
0
0

Bangla Song Lyrics of Tanjib Sarowar and Puja. Hariye Gele Kosto Pabo (হারিয়ে গেলে কষ্ট পাবো) Lyrics written in Bengali and tuned by Tanjib sarowar. Music of this song composed by sajid sarker. Released on 13-02-2021

Hariye Gele Kosto Pabo Lyrics by Tanjib
Song : Hariye Gele Kosto Pabo
Singer : Tanjib and Puja
Lyric and Tune: Tanjib Sarowar
Music: Sajid Sarker
Label: Central Music and Video [CMV]
Produced and Distributed by Central Music and Video [CMV]

Hariye Gele Kosto Pabo Song Lyrics

মনে মনে খুনসুটি আড়চোখে কথা বলি
এর ই নাম প্রেম
অমন চোখের বাণী বুঝার তো নেই বাকি
যার নাম প্রেম
ভালোবাসি তোরে বলা বাকি ছিল বলা
দিলাম আজকে
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসেনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি
সত্যি বলছ কিনা  নাকি মিছে ছলনা
এত সংশয়
আবেগের পৃথিবীটা মিথ্যে স্বপ্ন দেখা
সব অভিনয়
ভালবাসি সত্যি বলা বাকি ছিল
বলে দিলাম আজকেই
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসেনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি
ভয় লাগে ভালোবাসা
 ভয় লাগে প্রেমের হাওয়া
দূরে যেতে চাই না আবার
খুজে নিও তোমার মত
ভালোবেসে আপন প্রিয়
কেউ আছে পাবে মনের মত
না তোকে ছাড়া কেউ নেই
না আমি কাউকে খুজতে চাই
বল কোন দিধাতে তুই আনমনে
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসেনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি
মনে মনে খুনসুটি আড়চোখে কথা বলি
এর ই নাম প্রম
সত্যি বলছ কিনা নাকি মিছে ছলনা
এত সংশয় ভালবাসি সত্যি বলা বাকি ছিল
বলে দিলাম আজকেই
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসেনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসেনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি

Hariye Gele Kosto Pabo Song Lyrics

Mone Mone khunshuti aarchokhe Kotha boli
Eri naam prem
Omon Cokher bani Bujhar toh nei baki
Jaar naam prem
Valobashi tore bola baki chilo bola
Dilam aajke
Hariye gele kosto pabo
Taar ceye valo bondhu theko
Bondhur maya haray na
Hariye jete ashini
Kotha ache dibanishi
Laage tore apon beshi

Viewing all articles
Browse latest Browse all 137

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>